মেহেরপুরে ভিটামিন “এ” প্লাস ক‍্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:48 PM, 30 May 2024

জাতীয় ভিটা‌মিন “এ” প্লাস ক‌্যা‌ম্পেইন উপলক্ষ্যে মে‌হেরপু‌রে জেলা পর্যা‌য়ে সাংবা‌দিক‌দের নিয়ে ও‌রি‌য়ে‌ন্টেশন সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সি‌ভিল সার্জ‌ন কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে সভা অনু‌ষ্ঠিত হয়।
সি‌ভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় মূল বক্তব‌্য উপস্থাপনা ক‌রেন মে‌ডিকেল অফিসার ডাঃ মোঃ ইনজামামুল হক।
আগামী পহেলা জুন জেলার ৪৭৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক‍্যাম্পইন চলবে।এবার জেলায় মোট ৭০১২৭ জন শিশুকে নীল ও লাল রংয়ের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানো হবে। ৬ থে‌কে ১১ মাস বয়সী ৮৫৭০ জন শিশু‌কে নীল র‌ঙের ক‌্যাপসুল এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ৬১৫৫৭ জন শিশু‌কে লাল র‌ঙের ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবা‌দিকরা অংশ নেয়।

আপনার মতামত লিখুন :