মেহেরপুর জেলা পরিষদ চত্বরে চারতলা বিশিষ্ট রেস্ট হাউস ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি নামফলক উন্মোচন করে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি হলো-মেহেরপুর জেলা পরিষদ চত্বরে চারতলা বিশিষ্ট রেষ্ট হাউজ নির্মাণ। যার প্রকল্পিত ব্যয় ২ কোটি ৭০ লাখ ২৫ হাজার ০৭৩ টাকা। চুক্তিমূল্য ২ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ১৩২ টাকা। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেহেরপুর জেলা পরিষদ।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জেলা পরিষদ চত্বরে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com