মেহেরপুরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মেলা বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মেহেরপুরে ব্লাকবেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণ পরিকল্পনা আওতায় ছাগলের এক্সিবিশন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কার্যালয় থেকে এ র্যালি বের হয়।র্যালিটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজিত হয়।জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:জাকির হোসেনের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, কৃষি কর্মকর্তা দিপক কুমার প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: তহিদুল ইসলাম। প্রাণীসম্পদ অফিস চত্বরে ব্ল্যাক বেঙ্গল ছাগল মেলায় উপজেলার ১২ জন খামারি ব্ল্যাক বেঙ্গল জাতের কয়েকশ’ ছাগল নিয়ে মেলাই অংশ গ্রহণ করে। সেরা ছাগল খামারির মাঝে প্রথম ও দ্বিতীয় স্থান হয়েছে তাদের এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।