মেহেরপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চাষীদের কার্ড বাতিলের প্রতিবাদে চাষীদের মানববন্ধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:27 PM, 17 September 2024

মেহেরপুর সদর উপজেলার কালি গাংনী গ্রামের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লিফ রিজনের তামাক চাষীদের তামাক বিক্রয়ের কার্ড প্রতিহিংসা পরায়ন হয়ে বাতিল করার প্রতিবাদে মানব বন্ধন করেছেন চাষীরা। আজ মঙ্গলবার বিকেলে কালিগাংনী সড়কে এ মানববন্ধন করেন তামাক চাষীরা।
মানববন্ধনে নেতৃত্বদেন , কালিগাংনী গ্রামের লিফ রিজনের তামাকচাষী মানিক হোসেন, তিনি লিখিত বক্তব্যে বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ( আঞ্চলিক ব্যবস্থাপক ( আর এম,) হাসিবুর রহমান, এরিয়া লিফ ম্যানেজার সাইফুল ইসলাম,সহকারী লিফ ম্যানেজার তাসনিম হোসেন, যোগদানের পর থেকে মেহেরপুরে অনিয়ম দুর্নীতির মাধ্যমে তামাক ক্রয় করে আসছিল।
,গত বছর আমাদের এলাকার চাষীদের তামাক না নিয়ে দালালদের মাধ্যমে অন্য জেলার বড় বড় তামাক ব্যবসায়ীদের নিকট থেকে কেজিপ্রতি কমিশন নিয়ে নিম্নমানের তামাক ক্রয় করার ঘটনায় আমরা প্রতিবাদ করেছিলাম। এঘটনায় ক্ষিপ্ত হয়ে কালিগাংনী গ্রামের লিফ রিজনের প্রায় ৪০ জন তামাক চাষীর কার্ড অবৈধভাবে বাতিল করেছেন বলে আমরা জানতে পেরেছি।,
আমরা এই ঘটনার বিষয়টি ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি। কার্ড কেটে দেওয়ার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি করছি একই সাথে আমাদের কার্ড তালিকাভুক্ত করার দাবী জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালি গাংনী গ্রামের লিফ রিজনের তামাক চাষী,জাকের হোসেন, ইশারত আলী,জিনারুল ইসলাম,পিকলু,জিয়া উল হক,ইয়ারুল ইসলাম,সরোত দাস,ভরোত দাস,রকবুল হোসেন,গোলাম মোস্তফা, রমজান আলী,আখের আলী,মাহাবুল হক,আসাদুল হকসহ গ্রামের অর্ধশত তামাক চাষীরা মানববন্ধনে আংশ গ্রহন করেন

আপনার মতামত লিখুন :