মেহেরপুরে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে স্কুলছাত্রের অকাল মৃত্যু
মেহেরপুর বারাদি থেকে ভালাইপুর সড়কে দ্রুত মোটরসাইকেল চালিয়ে গুরুতর মফিজুল ইসলামের ছেলে তানভীর(১৮)।গত সোমবার(০৭ সেপ্টেম্বর) এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়,আঘাত গুরুতর হওয়ায়, সরাসরি তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। তানভীর আমঝুপি মধ্যপাড়ার । সে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয় একজন জানান, তানভীর মফিজুর রহমানের বড় ছেলে তানভীরের বাবা-মা দুজনই সৌদি প্রবাসী, তারা সৌদি আরবে থাকেন। তার বাবা-মা উপস্থিত না থাকায় তানভীর এর দাফন কাজ স্থগিত রাখা হয়েছে। তানভির এর বাবা-মা আসলেই তার দাফন কাজ সম্পন্ন করা হবে।