মেহেরপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা
মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীলা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেহেরপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ফারজানা জেসমিন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন করায় শামীমা আক্তার, সফল জননী হিসেবে উম্মে আরা রুমি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন গড়াই সাদিকুন নেশা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় রাজিয়া খাতুনকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।