মেহেরপুরে বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট
মেহেরপুরে জাহানারা খাতুন(৬৫) নামের এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা জাহানারা খাতুন স্টেডিয়াম পাড়ার প্রোগতি ক্লিনিক পাড়ার আহসান আলী স্ত্রী।
বৃদ্ধা জাহানারা খাতুন জানান, হঠাৎ কে বা কারা এসে বাড়ির দরজা নক করে। নাতি ছেলে এসেছে ভেবে দরজা খুলে দিলে তিনজন অপরিচিত ব্যক্তি এসে দেশীয় অস্ত্র ধরে জিম্মি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই মেহেরপুর জেলা ডিবি পুলিশের টিম।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।