মেহেরপুরে বিসিডিএস এর আহবায়ক কমিটির কার্যনির্বাহী সভা
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে লাইফ কেয়ার ডি ল্যাবের অফিস কক্ষে এ কার্যনির্বাহী সভা করা হয়। কার্যনির্বাহীর সভায় আহ্বায়ক রিনুর সভাপতিত্বে আলোচ্য বিষয় তুলে ধরা হয়, সাবেক কমিটির কাছ থেকে হিসাব বিবরণী নেওয়া, মেহেরপুর জেলার তিন উপজেলায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করা, মেহেরপুর জেলার ওষুধ ব্যবসায়ীগণের কোন সমস্যা থাকলে আহবায় রিনুর সাথে মোবাইলে ( ০১৭১১-৩১২২৩৫) যোগাযোগ করে অবগত করা, হালনাগাদ ভোটার তালিকা করা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি মেহেরপুর জেলা শাখার আহবায়ক রিনু, কার্যনির্বাহী সদস্য কাজী খয়রুদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন, ইমন বিশ্বাস, বেনজীর আহমেদ ও সাইফুল ইসলাম।