মেহেরপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মধ্যপাড়ায় সোহান (৪০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার আত্মহত্যা নিয়ে এলাকা গুঞ্জন রয়েছে।
স্থানীয়রা জানান, সোহান নেশায় আসক্ত ছিল। বহু লোকের কাছে থেকে টাকা ঋণ নিয়ে চলাফেরা করতো। যে কারণে ঋণের বোঝা ও নেশা গ্রস্থতার কারণে পরিবারে ভাইদের সাথে অশান্তি লেগে থাকতো। মাঝে মাঝে ঘুমের ওষুধ খেয়ে মাতলামি করে বেড়াত। সোমবার এ নিয়ে ভাইদের সাথে ঝগড়া হতো। ওই দিনই এক পর্যায়ে সে বিষপান করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে তার নিশ্চয়তা নেই বলে চিকিৎসক বাড়িতে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় যাতে মামলা বা ময়নাতদন্ত না হয় সেকারণে থানায় পারিবারিক ভাবে মিমাংসা করা হয়।
সোহানের বড় ভাই ফয়জুল কবির জানান, ভাইদের সাথে বিরোধ বা মারধরের ঘটনা ঠিক নয়। সে নেশাগ্রস্থ ও ঋণি ছিল। যে কারণে আত্মহত্যা করে। আমরা পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা করছি।