মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:39 AM, 15 October 2024

“হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসো সহয়তা  করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, প্রতিবন্ধী কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।

আপনার মতামত লিখুন :