মেহেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
”মাটি খাদ্যের সুচনা যেখানে” প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান। মৃত্তিকা সম্পদ বিভাগের কুষ্টিয়ার অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আহাদ মন্ডল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় মাটির বিভিন্ন গুনাগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।