মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজা
হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব স্বরস্বতী পূজা পালন করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মন্দিরে স্বরস্বতী পূজা পালন করা হয়।
স্বরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সংগীতের দেবী স্বরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। স্বরস্বতী বৈদিক দেবী হলেও স্বরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত রয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা স্বরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরী পূজা করতেন বলে জানা যায়। এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দিরে স্বরস্বতী পূজার আয়োজন করা হয়। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে হিন্দু ধর্মাবলী শিক্ষার্থীরা স্বরস্বতী পূজায় পূজা অর্চনাসহ বিশেষ প্রার্থনা করে থাকে।