মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
মেহেরপুরে রান্নার কাঠ কুড়াতে গিয়ে রশিদা খাতুন(৫৫)নামের এক মধ্যবয়সী নারী বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে বারাদী বাজারের একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় বলে জানা গেছে।রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের মোমিনপুর জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন আলী মোহাম্মদ স্ত্রী।
স্থানীয় জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় রশিদা খাতুনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানাই অনেক আগেই তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে কাঠ কুড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম।