মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ঠে যুবকের মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে তারিকুল ইসলাম(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে দশটার দিকে তার মৃত্যু হয়। তারিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার শওকত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গোয়াল ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্টে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেরপুর সদর থানার ওসির সাইফুল ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।