বিদ্যুৎপৃষ্ট হয়ে কায়েম আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল বুধবার(২৩জুন) সকালের দিকে কায়েম আলি নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। কায়েম আলি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের মফিল উদ্দিনের ছেলে।
জানা গেছে বৃষ্টির পানি হওয়ার পর তার ঘর বিদ্যুতের সার্ক সার্কিট হয়ে যায়। সকালের দিকে কায়েম আলি তার ঘরের তার স্পর্শ করার পরপরই বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com