মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু
মেহেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন হোসেন(২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার(১৫-মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সারাদিন ইজি বাইক চালিয়ে অর্থ উপার্জন করে সুমন,রাতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যান। চার্জ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্টে নিহত সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহা-দারা-খান পিপিএম।