মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা মামলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর বোসপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাড গৌতম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম গাংনী উপজেলার সভাপতি রেজাউল হকসহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদ জানান।
সেই সাথে ভোজ্য তেলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে আনার দাবি জানান তারা।
অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ সময় সমাবেশে বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।