মেহেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ
মেহেরপুরের মুজিবনগরে আশেরা খাতুন (৪০) নামের এক মহিলাকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে সোনাপুর গ্রামের ১ জনসহ অজ্ঞাত ২-৩ ব্যাক্তির নামে। ২৭ ডিসেম্বর সকালে তাদের নামে থানায় হাজির হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে ভিক্টিম আশেরা খাতুন। আশেরা খাতুন গৌরীনগর গ্রামের মৃতঃ আনসারুল হকের স্ত্রী।
থানার এজাহার সূত্রে জানা গেছে,২৬ নভেম্বর সন্ধা সাড়ে ৬টার দিকে আশেরা খাতুনকে কেদারগঞ্জ বাজারে এক ব্যাক্তি ডাকছে বলে অজ্ঞাত একজন ব্যাক্তি তাকে বাসা থেকে বের হতে বলে। পরে সে বাসা থেকে বের হয়ে মুজিবনগর-মেহেরপুর সড়কের গৌরীনগর খেলার মাঠের কাছে আসলে মটর সাইকেল করে কয়েকজন অজ্ঞাত ব্যাক্তি তাকে জোরপৃর্বক তুলে নিয়ে যেয়ে বাগোয়ান রতনপুর সড়কের মাঠে বাঁঁশ বাগানে নিয়ে সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত ২/৩ জন আসাামীর সহায়তায় ১নং আসাামী জোর পূর্বক কয়েকবার ধর্ষন করে তাকে ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। পরের দিন ভিক্টিম সকালে থানায় এসে ১জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে মুজিবনগর থানায় মামলা দায়ের করে।
মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম জানান, আমরা মামলা হাতে পাওয়ার পর ভিক্টিমের মেডিকেল পরিক্ষা করিয়েছি ।এরপর ডিএনএ পরিক্ষা করা হবে সকল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।