মেহেরপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ এবং গাছের চারা বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:37 PM, 01 July 2024

মেহেরপুরে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস),বাংলাদেশ এর উদ্যোগে ১০০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ এবং গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস),বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন অপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামান প্রমুখ ও বক্তব্য রাখেন।
পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :