মেহেরপুরে বার্তা বাজার ডট কম’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরের গাংনীতে স্বতঃস্ফূর্তভাবে বার্তা বাজার ডট কম’র এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্তা বাজার ডট কম’র মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা এবং অনুষ্ঠানের শুরুতেই বার্তা বাজারের সফলতার দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুদ রানা
এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, গাংনী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও গাংনী সময় টিভি ডটকম এর চেয়ারম্যান আমিরুল ইসলাম অলডামের সঞ্চালনায় এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্ত ও দিন কালের জেলা প্রতিনিধি প্রভাষক হারুন অর রশিদ রবি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল ইসলাম সাজু, মোহনা টেলিভিশন ও আমাদের সময়ের প্রতিনিধি ফারুক আহমেদ, চ্যানেল ফোর ও সময়ের কাগজের প্রতিনিধি এম এ লিংকন, দৈনিক বর্তমান, দৈনিক পশ্চিমাঞ্চল ও যমুনা নিউজ ডটকমের প্রতিনিধি লিটন মাহমুদ, নতুন সময় টিভির প্রতিনিধি নুরুজ্জামান পাভেল, দৈনিক সময়ের কাগজ ও পিবিএন ডট কমের প্রতিনিধি রারিকুল ইসলাম কবি, পল্লী টিভির প্রতিনিধি এজাজ উদ্দিন ছোটন এছাড়া আরো উপস্থিত ছিলেন রকিবুল মাস্টারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।