মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
মেহেরপুরে প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন করা হয়েছে।শুক্রবার(০২-ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্বে র্যালীটি শহরের জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেনসহ বিভিন্ন এনজিও’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।