মেহেরপুরে বর্ণাঢ্য আয়ােজনের মধ্য দিয়ে এসএসসি-৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনের মধ্য ছিল বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি,পরিচিতি পর্ব,আলোচনা সভা,লটারী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসএসসি-৯৭ ব্যাচের মেহেরপুর,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকার বন্ধুরা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিতে এসএসসি-৯৭ ব্যাচের বন্ধুরা র্যালিসহ মিলিত হয়।
সকাল ১১টার দিকে আমঝুপি নীলকুঠি চত্বরে ব্যাচের সকল বন্ধুদের পরিচিতি অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চলে খাবারের বিরতি।
দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ৯৭ ব্যাচের বন্ধুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে সন্ধ্যায় লটারী অনুষ্ঠিত হয়।
সবশেষে অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থী ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।