মেহেরপুরে বখাটেদের ছুরিকাঘাতে যুবক আহত
মেহেরপুর দোকানের ভিতর ঢুকে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনকে জখম করেছে একদল বখাটে। সোমবার দুপুরে মেহেরপুর শহরের ২ নং ওর্য়াড নিলমনি সিনেমাহল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার দুপুরে সমির শেখ এর দোকানে একদল বখাটে যুবক এসে তাকে মারতে থাকে।
এসময় সমির শেখ এর ছেলে জীবন শেখ(২৭) এগিয়ে আসলে তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত জীবন একই পাড়ার সমির শেখের ছেলে। জীবন বর্তমান মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে সমির শেখ বলেন, আমি প্রতিদিনের ন্যায় আজকেও দোকানে বসে ছিলাম।ব্যবসায়িক প্রয়োজনে একটি কোম্পানীর লোকের সাথে মোবাইলে কথা বলছিলাম।
এসময় হালদার পাড়ার বাবুর ছেলে আলিফ(১৮)ও আরিফ(৩২) সহ অজ্ঞাত চারজন যুবক এসে আমাকে মারধর করে। পরে আমার ছেলে জীবন প্রতিবাদ করলে তাকে ছুরি দিয়ে আঘাত করে।