মেহেরপুরে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মেহেরপুর ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা শাখার সভাপতি খাদিমুল ইসলামের নেতৃত্বে শহরের কোর্টে মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মওলানা আরিফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মওলানা আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আবু বক্কর সিদ্দিকী, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান, ওলামা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম কাসিমী, মাসুম বিল্লাহ, আব্দুল কাদের প্রমুখ।