মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:27 PM, 06 November 2022

মেহেরপুরে ০২বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করে।আটককৃত হলো,মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে শাহীনুর রহমান স্বাধীন (২৮) ও মাগুড়া জেলার সদর থানার পৌর এলাকার ০৭নং ওয়ার্ডের বাঁশকোঠা গ্রামের হারুন শেখ ছেলে শিমুল শেখ(২৭)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান,১৫০সিসি কালো মোটরসাইল যোগে মাদক প্রচার হচ্ছে এমন গোপন সাংবাদ এর ভিত্তিতে এসআই কাজী মহাসিন নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন, এএসআই মামুন মোল্লা,এএসআই চৌধুরী রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর পৌর এলাকার তাহের ক্লিনিকের সামনে শাহীনুর রহমান স্বাধীন ও শিমুল শেখকে আটক করে। এ সময় শাহিনের প্যান্টের পকেট থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটককৃত স্বাধীন ও শিমুল বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৪(ক)/৪১ ধারায় মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্যঃতারা দু’জন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) খন্ডকালীন কর্মকর্তা হিসেবে কর্মরত।

 

আপনার মতামত লিখুন :