মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরে ০৫বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম(৫০)কে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে। আটককৃত সাইফুল মেহেরপুর সদর উপজেলার বুড়িপুর গ্রামের উত্তর পাড়ার মৃত আঃ সাত্তারের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলায় বুড়িপোতা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৫ বোতল ফেনসিডিলসহ সাইফুলকে আটক করি। আটককৃত সাইফুল এর বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে। আটককৃত সাইফুলের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।