মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরে ১৫বোতল ফেনসিডিলসহ মোঃ মজনু সেখ নামে একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ শনিবার বিকালে তাকে আটক করে। আটককৃত মজনু মেহেরপুর সদর উপজেলা বুড়িপুতো মৃত মোজাম্মেল হক শেখের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের সুজন শেখের ভাটার কাছে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ মজনু কে আটক করে। আটককৃত মজনুর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।