মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুরের মুজিবনগরে ২০বোতল ফেনসিডিল সহ সাইফুল ইসলাম(৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার(১৫জুলাই) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে। আটককৃত সাইফুল ইসলাম মুজিবনগর উপজেলার নগর গ্রামের সাদ আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের হরেনের বটতলা মাদারতলা রাস্তার জোহার মেহগনি বাগানের কাছে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ সাইফুল ইসলামকে আটক করে। আটকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হবে।