মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:12 PM, 20 October 2022

মেহেরপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আমিন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার যাদবপুর গ্রামের ঈদগাহ মাঠের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটিক আমিন হোসেন কুষ্টিয়া জেলাধীন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়ার রেজাউল হকের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই শাহিনুর রহমান, এএসআই হেলালসহ ডিবি পুলিশের একটি দল যাদবপুর ঈদগাহ মাঠের কাছে অভিযান পরিচালনা করেন।

এ সময় আমিন হোসেন মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় ডিবি সদস্যরা তার গতিরোধ করে। পরে মোটরসাইকেল থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আমিনকে আটক করাসহ মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় আমিন হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :