মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ২

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:02 AM, 05 July 2024

মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃত হল মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম(৫৫) ও মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া(১৯)।

র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, নিজ বাড়িতে সুজান বেগম মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর একটি অভিযানীর দল অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিল সহ সুজান বেগম ও লিজন মিয়াকে আটক করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :