মেহেরপুরে ফেনসিডিলসহ আটক-২
মেহেরপুরের মুজিবনগরে ২৫ বোতল ফেন্সিডিল সহ দুইজন কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করে।আটককৃত হলো উপজেলার আনন্দবাস গ্রামের পূর্ব পাড়ার তারশেদ আলীর ছেলে সেলিম রেজা(৩৪) একই এলাকার জিয়ার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পূর্বপাড়া এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সেলিম রেজা ও আশরাফুল ইসলামকে আটক করে,এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত সেলিম রেজা ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় মামলা রুজু করা হয়েছে।