মেহেরপুরে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:28 PM, 20 October 2023

মেহেরপুরে ইসরাইল এর হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার শহরের ওয়াবদা মোড়ে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জুমার নামাজের শেষে হাসপাতাল এর সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ওয়াবদা মোড়ে শেষ করে মানববন্ধন করে মুসল্লিরা। এ সময় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমঝুপি আলিম মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা মোঃ শরিফ উদ্দিন, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মনিরুল ইসলাম, ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা শাহজাহান সহ আশপাশের বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ। এ সময় বক্তারা ইজরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। পরে সেখানে ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া পরিচালনা করা হয়। কর্মসূচিতে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন :