মেহেরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার তিনটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।মেহেরপুর সদর উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮০৮ জন, গাংনী উপজেলায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০৫৩ জন ও মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৮৮ জন। গাংনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ।