মেহেরপুরে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:19 PM, 22 November 2024

মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড কে কেন্দ্র করে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড বনাম ৯ নম্বর ওয়ার্ড অংশগ্রহণ করে। এ সময় পৌর গোল্ডকাপের পরিচালনা কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ রাজিব খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা সহ মেহেরপুর পৌর গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও ৮,৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, খেলায় হার-জিত থাকবে। এ খেলা কে কেন্দ্র করে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় তার জন্য কমিটির শক্ত ভূমিকা থাকতে হবে। বিগত ১৭ বছরে আওয়ামী দুঃশাসন সব কিছুতে এককেন্দ্রিক করে রেখেছিল। হাজার হাজার ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে জীবনকে বাজি রেখে আজ দেশকে স্বাধীন করেছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। মাদক থেকে দূরে থাকার জন্য ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের কোন বিকল্প নেই। পরে সেখানে পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রিকেট পিচে বল করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ব্যাট করেন মাসুদ অরুন। এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় ।

আপনার মতামত লিখুন :