মেহেরপুরে পৌরসভার ৪,৫,৬,নম্বর ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:31 PM, 08 May 2021

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করছে মেহেরপুর পৌরসভা।

বিজ্ঞাপনঃ

শনিবার সকালে মেহেরপুর পৌরসভা চত্ত্বরে এ অর্থ বিতরণ করে পৌরসভার ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে

এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষেই মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। এতে প্রতি পরিবারকে ৪শ ৫০ টাকা করে দিচ্ছেন বলে জানান তিনি। ২য় দিনে মেহেরপুর পৌরসভার ৪,৫ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়।

এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ,কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :