মেহেরপুরে পৌরসভার ৪,৫,৬,নম্বর ওয়ার্ডের দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করছে মেহেরপুর পৌরসভা।
বিজ্ঞাপনঃ
শনিবার সকালে মেহেরপুর পৌরসভা চত্ত্বরে এ অর্থ বিতরণ করে পৌরসভার ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে
এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষেই মেহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। এতে প্রতি পরিবারকে ৪শ ৫০ টাকা করে দিচ্ছেন বলে জানান তিনি। ২য় দিনে মেহেরপুর পৌরসভার ৪,৫ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ,কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।