মেহেরপুরে পৃথক স্থানে ২টি মোটরসাইকেল চুরি
মেহেরপুরের পৃথক স্থানে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। শুক্রবার দুপুরের দিকে শোলমারী তাল গাড়ির মাঠ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে শোলমারী গ্রামের আমজাদ আলীর ছেলে মিঠুন তার ডিসকভার ১২৫ সিসি কালো কালারের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল রেখে কৃষি কাজ করতে মাঠে যায়। তারপর পরে মোটরসাইটি চুরি হয়ে যায়।
অপর দিকে গাংনী উপজেলার বাওট গ্রামে বাড়ির সামনে থেকে সুজুকি জিক্সার ১৫০সিসি কালো কালারের চুরির ঘটনা ঘটেছে।যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর-ল-১১-৭৫৮৫।
গাড়ির মালিক কলেজ পড়ুয়া ছাত্র জনি আহম্মেদ জানান, ডিগ্রী পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ির বাইরে গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করতে রেখে দিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে পরীক্ষা দিতে যাবার জন্য বের হয়ে দেখি গাড়ি আর নেই। অনেক খোঁজাখুঁজির পর করার পরও গাড়ি আর পায়নি।১৫-২০ মিনিটের মধ্যে চোর গাড়ি চুরি করে নিয়ে গেছে।