মেহেরপুরে পৃথক স্থানীয় সড়ক দুর্ঘটনায় আহত-৬
মেহেরপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। সোমবার(২৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলো,মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের দক্ষিণপাড়া মৃত আতাহার আলী ঝড়ু ছেলে জিয়া (৫০),নজরুল ইসলাম স্বপন ছেলে এজাজ আহমেদ লিওন (২২),বড় বাজার এলাকার টিটু ছেলে সোহান (২১) মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ভানু ছেলে সুমন (২০),প্রিতর মন্ডল ছেলে প্রসান মন্ডল(৩০) ও পিন্টু চৌকিদার ছেলে পিউ(২৫)।মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে বাই-সাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে জিয়া,এজাজ আহমেদ লিওন ও সোহান আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।অপর দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের তিন রাস্তার মোড়ে মোটরসাইকেল ও অবৈধ ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুমন,প্রসান মন্ডল ও পিউ মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় প্রিতর মন্ডল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সুমন ও পিউকে জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল।