মেহেরপুরে পুলিশ সদস্য ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার
ফেন্সিডিল ও ইয়াবাসহ পুলিশের সদস্য রুবেল এবং সাইফুল ইসলাম নামের দুই মাদক সেবীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ২ মাদকসেবীকে গ্রেপ্তার করে। গ্রেফপ্তার রুবেল খুলনার আর আর এফ’র সদস্য এবং সাইফুল মেহেরপুর শহরের মোটর গাড়ির মেকার।
রুবেল পুলিশের বরখাস্তকৃত একজন সদস্য বলে জানা গেছে, সে তার শ্বশুরবাড়ি মেহেরপুর শহরের নতুন পাড়ায় অবস্থানকালীন সময়ে সাইফুলের কে সঙ্গে নিয়ে কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ফেন্সিডিল ইয়াবা সেবন করার সময় গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল ওই দুজনকে গ্রেপ্তার করেন।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, গ্রেপ্তার সাইফুল লক্ষ্মীপুর জেলার নন্দী পুর গ্রামের বাবুলালের ছেলে এবং রুবেল খুলনার আরআরএফ সাময়িক বরখাস্ত কৃত সদস্য বলে জানা গেছে।