মেহেরপুরে পুলিশের অভিযানে দুটি গাঁজার গাছ সহ আটক-১
মেহেরপুরে পুলিশের অভিযানে দুটি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের নাপিত জলের মাঠে এ অভিযান পরিচালিত হয়। ওই মাঠে বালিয়াঘাট গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এর পানের বরজ থেকে ওই গাঁজার গাছ উদ্ধার করা হয়। নিজ পানের বরজে গাঁজার গাছ উৎপাদনের দায়ে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এর নির্দেশে, পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করে বামন্দী পুলিশ ফাঁড়ির এএসআই হেলাল উদ্দিন, গাংনী থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বালিয়াঘাট গ্রামে একটি পানের বরজে গাঁজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছ সহ শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।