মেহেরপুরে পারিবারিক সংঘর্ষে আহত- ২

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:12 PM, 30 March 2021

দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, রতন আলী এবং কোরবান আলী নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে রঘুনাথপুর গ্রামের রতন আলীর ছেলে ও কোরবান আলীর ছেলে খেলা করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হারানের ছেলে রতন আলী এবং কাঙ্গালি বিশ্বাসের ছেলে কুরবান আলী আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :