মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:50 PM, 02 November 2020

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদুল ইসলাম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সে ঐ গ্রামের মাসুদ আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, সাজিদুল তার বন্ধুদের সাথে বাড়ির পার্শে একটি পুকুরে পুকুরে ছিপ (বর্ষা) দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে আকস্মিক ভাবে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সদর থানার ওসি শাহ মো: দ্বারা।

 

আপনার মতামত লিখুন :