মেহেরপুরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের দুই নং ওয়ার্ড শোলমারি গ্রামের নতুন পাড়ার আজিজুল এর বড় ছেলে মামুন আজ বেলা পনে ২টার মিনিটে এর সময় রুদ্রনগর সিমান্তে মরগানি নামক একটি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে মামুন (২৮)এবং সে বেহুস হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে।