মেহেরপুরে পাখি ভ্যানে ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু
মেহেরপুর পাখি ভ্যানে ওড়না পিছিয়ে ফেন্সি খাতুন(৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেন্সি খাতুন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামের শের আলী স্ত্রী।ফেন্সি খাতুন এর পরিবার সূত্রে জানা যায়,গত মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বাবার বাড়ি আমদহ থেকে গহরপুরে যাওয়ার পথে আশরাফুল নামক স্থানে অসাধারণবশত পাখি ভ্যানের জায়গায় ওড়না পেচিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, চিকিৎসাধীন অবস্থায় ফেন্সি খাতুনের মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা।