মেহেরপুরে নিজের মেয়েকে হত্যার দায়ে কারাগারে আটক,জেলখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মেহেরপুরে নিজের মেয়েকে হত্যার দায়ে কারাগারে আটক,জেলখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শেয়ার করুন

নিজের মেয়েকে হত্যার দায়ে কারাগারে আটক নাজমা খাতুন জেলখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নাজমা খাতুন মেহেরপুর সদর উপজেলা কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার ভোরের দিকে মেহেরপুর জেলখানার মহিলা ওয়ার্ডের একটি কক্ষে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করে। ভোরের দিকে কারা কর্তৃপক্ষ তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে চলতি সালের ২৯ জুলাই নাজমা খাতুন তার কন্যা কল্পনা কে হত্যা করে এমন অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ নাজমাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আটকের পর থেকে নাজমা মেহেরপুর জেলখানায় আটক ছিল। কারা সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরের দিকে নাজমা খাতুন তার ব্যবহারিত গামছা গলায় জড়িয়ে আত্মহত্যা করেন, কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে ভোরের দিকে কারা কর্তৃপক্ষ তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেলা