মেহেরপুরে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের হত্যা চেষ্টা
মেহেরপুরে নিজের দুই সন্তানকে মধুর সাথে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে মা মনিকা খাতুন(৩০) এর বিরুদ্ধে। গতকাল রবিবার(০২-সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।মনিকা কোলা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
জানা গেছে, মনিকা তার দুই সন্তান দিলরুবা(৮) ও হোসাইন(৩)কে ডেকে এনে মধুর সাথে বিষ মিশিয়ে জোর করে খাইয়ে দেয়। পরে শিশুরা অসুস্থ হয়ে ছটফট করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রতিবেশীরা জানান,মনিকা দীর্ঘদিন মাথায় সমস্যা রোগে ভুগছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়,শিশু দুজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মেহেরপুর সদর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই,খোঁজখবর নিয়ে দেখছি।