মেহেরপুরে নাশকতার মামলায় বিএনপি ৩ কর্মী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:53 PM, 17 July 2024

নাশকতার মামলায় মোঃ আব্দুল ওহাব,মুসা ও লিয়াকত আলী নামের তিন বিএনপি কর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

বুধবার ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার বন্দর, আশরাফপুর এবং কলাই ডাঙ্গা গ্রামে পৃথক অভিযান চালিয়ে মোঃ আব্দুল ওহাব,মুসা ও লিয়াকত আলী আটক করা হয়। আটক মোঃ আব্দুল ওহাব মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের আব্বাস আলীর ছেলে।

মুসা আশরাফপুর গ্রামের আওলাদ মন্ডলের ছেলে এবং লিয়াকত আলী কলাই ডাঙ্গা গ্রামের রাহাত উল্লাহ ছেলে। আটক আসামীরা ২০২৩ সালের ২৬ মে নাশকতার মামলা, যার জি আর নং-২১২। ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ৪/৫ ধারার পলাতক আসামি বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :