মেহেরপুরে নাটক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মেহেরপুরে সপ্তাহ ব্যাপী নাট্যকর্মশালার উদ্বোধন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মেহেরপুরে ৭ দিন ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে।। শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও শিক্ষক শ্বাসত্ব নিপ্পন । এসময় জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ,সদস্য সুলতানা রাজিয়া টনি, নিলুফা বানু, মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নাটক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণ দেবেন আরণ্যক শামীমা শওকত লাভলী। নাট্য প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৫০ জন অংশগ্রহণ করছেন।