মেহেরপুরে নবনির্মিত সুইপার কলোনির স্থান পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
ঈদগাহ ও কবরস্থানের পাশে থেকে নবনির্মিত সুইপার কলোনির স্থান অন্যত্র স্থান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে মেহেরপুর পৌর সভার ৮ ও ৯ নং ওয়ার্ডের পৌরবাসিরা।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কলেজ মোড়ের গোল চত্ত¡র এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলাপ্রশাসকের কার্যলয়ে দায়িত্ব প্রাপ্তরা সাংবাদিকদের চিত্র ও ভিডিও ধারণে বাঁধা প্রদান করে। মনববন্ধনে বÍব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল কবির রিপন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম কামরুল, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসানস আনন্দসহ ৮ নম্বর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে মেহেরপুর গরুর হাটে সুইপার কলোনির কাজ বন্ধ করা না হলে তারা সকলে মিলে রাস্তায় অবস্থান নিয়ে জোরদার আন্দোলন করবে।