মেহেরপুরে নতুন করে ১২ করোনা রোগী শনাক্ত
মেহেরপুরে নতুন করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত জেলায় সর্বমোট ৪৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য গাংনীর চোখকে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।
করোনা পজেটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে সদর উপজেলায় ১ জন, গাংনী উপজেলায় ৮ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন।
মেহেরপুরে জেলা পুলিশের সর্তকতা অভিযান
করোনা আক্রান্ত হয়ে মেহেরপুরের ব্যাবসায়ীর মৃত্যু
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ২৬ নমুনার ফলাফলের মধ্যে ১২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকীগুলো নেগেটিভ।
বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জেলায় সর্বমোট ৩২৭২ টি নমুনার ফলাফল এসেছে। এতে ৪৯৫ টি নমুনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৬৫ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৯৮, গাংনী উপজেলায় ৪৭ এবং মুজিবনগর উপজেলায় ২০ জন করোনা পজেটিভ রোগী রয়েছে।
বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮১ জন। সদর উপজেলায় ১৪৩ জন, গাংনী উপজেলায় ১১৬ জন এবং মুজিবনগর উপজেলায় ২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলার বাইরে ট্রান্সফার্ড হয়েছে ৩৪ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১১ জন