মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২৩
মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৫ জনে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট মুত্যু সংখ্যা ১৮২ জন।
সোমবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী এ সব তথ্য জানান। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী আরো জানান, জেলায় এখনও পর্যন্ত ৪ হাজার ৬২৭ জন সুস্থ হয়েছেন।
মঙ্গলবার মোট ৩ হাজার ৭১৬ ভেকসিন প্রদান করা হয়েছে। এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৩১ হাজার ৮৩ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ৩৫ হাজার ১৩১ ও মহিলা ৪ লক্ষ ৯৫ হাজার ৯৫২। ১ম ডোজ ৫ লক্ষ ১৬ হাজার ১১২ ও ২য় ডোজ ৪ লক্ষ ৬ হাজার ৫৯৯ এবং ৩য় ডোজ ৮ হাজার ৩৭২। ।
#ভিন্নসূত্রেঃঃ পাওয়া আক্রান্তদের পরিচয়
★ মেহেরপুর হোটেলবাজার মনোয়ারা বেগম ৫০
★ ঐ,,,,,,,,,,বাসস্ট্যান্ডপাড়া সান্তনা ২৬
★ ঐ,,,,,,,,,,রুদ্রনগর সলেমান ৭০
★ ঐ,,,,,,,,,,পল্লী বিদ্যুৎ আনিসুর রহমান ২৮
★ ঐ,,,,,,,,,,গোভিপুর ফারহানা আক্তার ৪৮
★ ঐ,,,,,,,,,,শ্যামপুর হায়েজান ৫০
★ ঐ,,,,,,,,,,স্টেডিয়াম পাড়া সুমাইয়া আফরোজ তন্নি ২১
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,হারুন অর রশিদ ৬৩
★ ঐ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফারিয়া খাতুন ২৩
★ গাংনী চেঙ্গারা ইমরান ৩৬
★ ঐ,,,, গাড়াডোব আব্দুর রাজ্জাক ৬০
★ ঐ,,,,বড় বামন্দী কুলসুম ৬০
★ ঐ,,,,সাহারবাটি জাহানারা ৬৫
★ ঐ,,,,সাহেবনগর শাহাবুব ৩৮
★ ঐ,,,,গাড়াডোব সাকিব ১৭
★ ঐ,,,,,কাজীপুর তামান্না খাতুন ৪২
★ ঐ,,,,,আমতৈল হানিফা ৭০
★ ঐ,,,,,আফরোজা ৫১
★ ঐ,,,,, হাবিবা সুলতানা ২৪
★ মুজিবনগর আনন্দবাস সফিকুল ইসলাম ৩২
★ ঐ,,,,,,,,,,,,,কোমরপুর শেফালী খাতুন ৪০
★ ঐ,,,,,,,,,,,,,মোনাখালি সামিয়া ইসলাম ২৫
★ ঐ,,,,,,,,,,,,, হসপিটাল আক্তারুজ্জামান সুমন ৩২
★★★ সকলে সতর্কতার সঙ্গে চলাচল করুন – শুভ কামনা সবার জন্য,,,,,,,,